ধানের শীষের ৩০০ প্রার্থীকে নতুন যে নির্দেশ রিজভীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে ধানের শীষের প্রার্থীদের নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তিনশ আসনের প্রার্থীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে এই চিঠি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়। যারা বৈঠকে আসেননি তাদেরকে ডাক মাধ্যমে চিঠি পাঠান হয়েছে।

চিঠিতে উলে­খ করা হয়েছে,‘আপনি ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের দিনের পূর্বাপর সরকারী বাহিনী ও সন্ত্রাসীদের আঘাতে দলের নেতাকর্মীদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের পরিবার ও আহতদের সুচিকিৎসা করতে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

চিঠিতে আরও উলে­খ করা হয়েছে,‘এই সময়ে যাদের বাড়িঘর দোকান-পাট ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে আপনার আসনের দলের সকল গ্রেপ্তারকৃত ও মিথ্যা মামলায় জড়িত নেতাকর্মীদের খোঁজ খবর করা ও তাদের সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’