একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এদিকে স্মারকলিপি দিতে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থীর নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইসিতে যাবে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।
উক্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ধানের শীষের একাধিক প্রার্থী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের সারাবাংলাকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলে ঐক্যফ্রন্টের সব প্রার্থীর নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যাবে ইসিতে।
এছাড়াও বৈঠকে নির্বাচনের বিভিন্ন এলাকায় অনিয়মের চিত্র তুলে ধরছেন প্রার্থীরা। এখন করণীয় কী হতে পারে সেই বিষয়ে মতামতও নেওয়া হচ্ছে। এদিকে নবনির্বাচিত এমপিরা জাতীয় সংসদে শপথ নিতে গেলেও জাতীয় ঐক্যফ্রন্টের সাত জন শপথ নিতে যাননি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান প্রমুখ অংশ নিচ্ছেন।