মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আর বৈধ করবে না

মালয়েশিয়া অবৈধ বিদেশি শ্রমিকদের আর বৈধ করবে না বলে জানিয়েছে। এর আগে অনেকেই ধারণা করেছিলেন ২০১৯ সালের জানুয়ারি মাসে অবৈধদের বৈধ করার সুযোগ আসতে পারে৷ তবে এবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ জামান জানিয়েছেন আর রি-হাইয়ারিং বা বৈধকরণ প্রক্রিয়া হবে না ৷

গত বুধবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আর কোনো বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া৷ এছাড়া অবৈধ অভিবাসী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর কারণ হিসেবে দাতুক মোহাম্মদ আজিজ জামান বলেছেন, ঘন ঘন বৈধকরণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক সংস্কৃতি হতে পারে ৷ অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থোপার্জনের জন্য অবৈধ হয়ে যায়৷