চমক দেখালেন জলিলপুত্র অপেক্ষাকৃত কমবয়সী জয়

এবারের নির্বাচনে চমক দিখিয়েছেন আওয়ামী লীগের অপেক্ষাকৃত কমবয়সী প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন। জন আওয়ামী লীগের মরহুম সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে। তিনি মোট ৭৩ হাজার ২০৩ ভো‌টে বিএন‌পি প্রার্থীকে পরা‌জিত ক‌রে নওগাঁ সদর থে‌কে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

এবার আওয়ামী লীগ যে কয়েকজন তরুণকে ম‌নোনয়ন দিয়ে চমক দেখিয়েছেন তাদের একজন ছি‌লেন ৩৪ বছর বয়সী জন। বয়সের হিসেবে জন দে‌শের কম বয়সী সংসদ সদস্যদের একজন। এ নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি জয়। যদিও নিজের কাছেই বিশ্বাস হতে চাইছে না এ ফলাফল। মনে হচ্ছে, এখনও যেন স্বপ্ন দেখছেন।

এমপি হওয়ার পর এখন বাবার অসমাপ্ত কাজ শেষ করার স্বপ্ন দেখছেন জন। তিনি মনোনয়ন পেয়েছি‌লেন নওগাঁ সদর থেকে। তিনি পেশায় একজন ব্যারিস্টার এবং কাজ করেন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। তবে নিজেকে মনে করেন পুরোদস্তুর রাজনীতিবিদ।

রয়েছে ব্যবসা-বাণিজ্যও।তাকে নৌকার প্রার্থী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জন। তিনি মনে করেন, বঙ্গবন্ধু কন্যা তাকে নওগাঁয় বাবার আসনে মনোনয়ন দিয়েছেন বলেই তিনি জিত‌তে পে‌রে‌ছেন।

জন আরও জানান, বিদেশে পড়ালেখা এবং ঘোরাফেরা করার কারণে তাদের উন্নত প্রযুক্তি ও পদ্ধতি তিনি ভালোভাবে দেখেছেন। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি ও সেবা চালু করার স্বপ্ন দেখেন। এমপি হলে সে সুযোগ পাবেন।এ ছাড়া নিজের আসন নওগাঁকে মডেল জেলা শহর হিসেবে গড়ে তুলতে চান জন।