তিনটি রুদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

জরুরি দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক। এরপর ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই তিনটি বৈঠক শেষে রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বললেন ঐফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণ করতে এ বৈঠক ডাকা হয়েছে।

নাম প্রকাশে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, এই তিনটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে আগামী দিনে এই জোট কি করবে? তবে বৈঠকে যদি সবাই সম্মতি দেয়, সেক্ষেত্রে এই অগণতান্ত্রিক একতরফা নির্বাচনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বড় ধরনের আন্দোলনে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।