একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশের সবচেয়ে তরুণ সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নওগাঁ-৫ থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন।
ফলাফলে ৭৩ হাজার ২০৩ ভোটে বিএনপি প্রার্থীকে পরাজিত করে নওগাঁ সদর থেকে নির্বাচিত হয়েছেন। জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে। ৩৪ বছর বয়সী জন বয়সের হিসেবে দেশের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য।
জন মনোনয়ন পেয়েছিলেন নওগাঁ সদর থেকে। তিনি পেশায় একজন ব্যারিস্টার। এছাড়া তার ব্যবসা-বাণিজ্যও রয়েছে। জন জানিয়েছেন তিনি স্বপ্ন দেখেন বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার।