পিরোজপুর ১ আসনে নৌকা প্রতীকে ৩ লাখ ৩৭ হাজার ৬১০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন শ ম রেজাউল করিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম সাঈদী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩০৮ ভোট পেয়েছেন।
রোববার জেলা রিটানিং কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
পিরোজপুর ১ আসনে মোট ৪ লাখ ২ হাজার ১০৮ ভোটার। এটি ২টি পৌরসভা ও ২৬টি ইউনিয়ন নিয়ে গঠিত।
সূত্র:যুগান্তর