এই মাত্র পাওয়া গেলো সর্বকনিষ্ঠ প্রার্থী প্রিয়াঙ্কার ফলাফল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা হেরে গেছেন। তিনি শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৬৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপরদিকে প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মতিউর রহমান হাতপাখা প্রতীকে ৮৪৪ ভোট, সিপিবি মনোনীত প্রার্থী আফিল শেখ কাস্তে প্রতীকে ৪৭০ ভোট ও জাতীয়পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।

সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। এর আগে তিনি বেশ কয়েকবার তার এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছিলেন।

এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর-২ ও শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী এবং মাহমুদুল হক রুবেল। ভোট চলাকালীন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সাংবাদিক সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

সে সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তবে সানসিলা জেবরিন জানিয়েছিলেন, কেন্দ্র থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন তিনি।