প্রবাসীদের ওপর আরোপিত ফি ব্যাপারে যা যানালো সৌদি আরব

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর ফি আরোপের সিদ্ধান্ত পর্যালোচনা করছে দেশটি। সৌদি আরবে বেকারত্বের হার কমিয়ে আনার প্রাথমিক লক্ষ্যে আশানুরূপ ফল না পাওয়ার পর এমন উদ্যোগ নিচ্ছে রিয়াদ। খবর: ব্লুমবার্গ।

সৌদি আরবের এ উদ্যোগের সঙ্গে জড়িত চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান খরচ দেশের অর্থনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে অনেক বিদেশি শ্রমিক সৌদি আরব ছেড়ে চলে গেছে।একটি সূত্র বলছে, যদিও এই ফি একেবারেই বাতিল করা সম্ভব নয়, তারপরও মন্ত্রিসভার একটি কমিটি ফি পরিবর্তন অথবা পুনর্গঠনের চিন্তাভাবনা করছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সৌদি আরবের সিদ্ধান্ত আসবে বলে ওই সূত্র আশা প্রকাশ করেছে।সরকারিভাবে এখনও এ ব্যাপারে কোনো ঘোষণা না আসায় পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো।সৌদি আরবের তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ শ্রমিকদের ওপর ফি আরোপের সিদ্ধান্তের পর্যালোচনার ব্যাপারে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তা নাকচ করে দেন।

সৌদি আরবকে তেলনির্ভর অর্থনীতির দেশ থেকে বের করে আনার লক্ষ্যে ২০১৬ সালে ব্যাপক সামাজিক-অর্থনৈতিক সংস্কার শুরু করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে দেশটির অনেকেই যুবরাজের এ উদ্যোগের সমালোচনা করেন। তাদের মতে, যুবরাজের সংস্কার যজ্ঞের কারণে লাখ লাখ বিদেশি শ্রমিক নিজ দেশে ফিরে গেছেন, যা ইতোমধ্যে সৌদির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।