সিইসির ভাগ্নে ও গোলাম মাওলা রনির আসনের ফলাফল দেখুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু জয়ী হয়েছেন।

২ লাখ ১৫ হাজার ৫৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনি পেয়েছেন ৬১৭৬ ভোট।

এর আগে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এ আসনে মোট ভোট কেন্দ্র ১১০টি। ইতোমধ্যে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্র মিলে এস এম শাহাজাদা পান ২ লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনি পান ৬১৭৬ ভোট।