টাঙ্গাইল-৫ (সদর) আসনে ছানোয়ার হোসেন এগিয়ে যত ভোটে দেখুন

দীর্ঘ ৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সেই অতি কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দেশ বিদেশের সবাই আজকে তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবার মাঝেই কাজ করছে অন্যরকম এক উত্তেজনা। ইতি মধ্যে শেষ হয়ে গেছে ভোট। এখন চলছে গননা।
টাঙ্গাইল-৫

মোট ভোটার : ৩,৮০,২৭৯ মোট কেন্দ্র : ১২৬ প্রাপ্ত : ৮১
ছানোয়ার হোসেন – বাংলাদেশ আওয়ামী লীগ ১,১৪,০০০ ভোট পেয়েছেন মাহমুদুল হাসান – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৫,৭৪৩ সফিউল্লাহ আল মুনির – জাতীয় পার্টি (জাপা) ১৪,১১৩ সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা – খেলাফত আন্দোলন খন্দকার ছানোয়ার হোসেন – ইসলামি আন্দোলন বাংলাদেশ শামীম আল মামুন – ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আবু তাহের – ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) মো. আবুল কাশেম – স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী – স্বতন্ত্র ১৪,১৯৯ ভোট পেয়েছেন সর্বশেষ সংবাদ অনুযায়ী এগিয়ে রয়েছেন এ আসনের বর্তমান এমটি ছানোয়ার হোসেন