পুন:নির্বাচনের দাবি জানিয়ে যা বললেন ঐক্য ফ্রন্টের নেতারা

বাংলাদেশে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে এর ‘কথিত ফলাফল’ প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। জোটের নেতারা একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুন:নির্বাচনের দাবি জানিয়েছেন।

জোটের আহ্বায়ক গণফোরামের নেতা ড: কামাল হোসেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, তারা দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর পেয়েছেন। বিভিন্ন দলের শতাধিক প্রার্থী এর প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন।

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় সরকারের অধীনে পুননির্বাচন দাবি করছি।”

জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা জানিয়েছেন, আগামীকাল জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে তারা পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।

ঐক্য ফ্রন্টের কোন কোন প্রার্থী যদি নির্বাচনে জয়ী হয়ে আসেন, সেক্ষেত্রে তারা কী করবেন – এ প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা পুরো নির্বাচনটাই প্রত্যাখ্যান করছি। এটা কোন নির্বাচন হয়নি। এটা ছিল নির্বাচনের নামে এক নিষ্ঠুর প্রহসন।”

সূত্র: বিবিসি বাংলা