এইমাত্র পাওয়াঃ নির্বাচনের ফলাফল নিয়ে যে ঘোষণা দিল ঐক্যফ্রন্ট

জাল ভোট, কেন্দ্র দখল, সংঘর্ষ, বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানান অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট। আজ রবিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় বেইলি রোডের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, এই তামাশার নির্বচন বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এবারের নির্বাচনে প্রমাণ হলো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।

কামাল হোসেন বলেন, দেশের প্রায় সব জায়গা থেকে আমরা ভোট কারচুপির অভিযোগ পেয়েছি। এ কারণে আমাদের শতাধিক প্রার্থী ব্যক্তিগতভাবে ভোট বর্জন করেছেন।

কামাল হোসেন বলেন, নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। আমরা এর ফলাফল প্রত্যাখ্যান করছি। তিনি আরও জানান, আগামীকাল ঐক্যজোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে কোনো কর্মসূচি দেয়া হবে কিনা তা ঘোষণা করা হবে।

এর আগে বিকালে ড. কামাল হোসেন বলেছিলেন, ‘মিনিটে মিনিটে চারদিক থেকে ফোন আসছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা।’

‘রাত ৮টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ৬২ আসনে মহাজোট প্রার্থীরা জয় পেয়েছেন। এছাড়া বাকি প্রায় সব আসনেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা এগিয়ে আছেন।