এই মাত্র পাওয়া: ৪৮ আসনের চুড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ, দেখুন কোন দল কত আসনে জয়ী হলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৪৬টি আসনে বেসরকারিভাবে জয় লাভ করেছে। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ২টি আসনে বিজয়ী হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার বিকেল ৪ টায় শেষ হলো একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরেই শুরু হয় ভোট গণনা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৬ টি আসনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়েছে। আসনগুলো হলো-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।