টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সর্বশেষ ফলাফল দেখুন

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন। ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে মো. একাব্বর হোসেন পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ৪৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ঐক্যফ্রন্ট তথা বিএনপির ধানের শীষের প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ ভোট। ভোটের ব্যবধান ৭৮ হাজার ৬৭৩ ভোট ৫।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, একাব্বর হোসেন ২০০১ , ২০০৯ ও ২০১৪ সালে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় মির্জাপুর এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন একাব্বর হোসেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৬৫১ জন। পুরুষ এক লাখ ৫৯ হাজার ৮৫৩ এবং মহিলা ভোটার এক লাখ ৬২ হাজার ৭৯৮ জন। মোট কেন্দ্র ১১৩টি ও মোট কক্ষ ৬৬৬টি। এর মধ্যে স্থায়ী কক্ষ ৬২৪ এবং অস্থায়ী কক্ষ ৪২। মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৭৯ ভোট পরেছে।