এইমাত্র পাওয়া ফলাফল প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার রাজধানীর বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ কথা বলেন।

একই সঙ্গে ড. কামাল পুনর্নির্বাচনের দাবি জানান।

এর আগে রোববার বিকেল ৪ টায় শেষ হলো একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরেই শুরু হয় ভোট গণনা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৬ টি আসনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়েছে। আসনগুলো হলো-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।

নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে মোট ১৮জন প্রার্থী ভোট বর্জন করেছেন বলে জানা গেছে। এছাড়া সারাদেশে নির্বাচনী সংহিংসতায় নিহত হয়েছেন ১৬ জনের মতো।এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্তপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।