রেকর্ড ব্যবধানে জয় পেলেন সালমান এফ রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এখন ফলাফল জানার অপেক্ষা। আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।

ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র থেকে বেসরকারী ফলাফল অনুযায়ী ঢাকা-১ আসনে ১২১ কেন্দ্রে আওয়ামী লীগের সালমান এফ রহমান পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৭৪০ ভোট, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ২৩ হাজার ৩৫৯ ভোট