৪৬টি কেন্দ্রের পর কে এগিয়ে কাদের নাকি মওদুদ!

দীর্ঘ ৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সেই অতি কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দেশ বিদেশের সবাই আজকে তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবার মাঝেই কাজ করছে অন্যরকম এক উত্তেজনা। ইতি মধ্যে শেষ হয়ে গেছে ভোট। এখন চলছে গননা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেয়ে ভোটে এগিয়ে রয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আসনের ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ওবায়দুল কাদের পেয়েছেন ৪৬ হাজার ৮৭৯ ভোট আর মওদুদ আহমদ পেয়েছেন ৪ হাজার ৫৬১ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।