একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ ১টি আসনে বেসরকারি ভাবে জয়লাভ করেছে। বিএনপি এখনও একটি আসনেও জয়লাভ করেনি। জাতীয়পার্টিসহ অন্যরাও কোন আসনে এখন পর্যন্ত জয়লাভ করেনি।
ময়মনসিংহ-৩ আসনে ১,৫৯,৪৩০ ভোট পেয়ে জয়লাভ করেছে আওয়ামী লীগ প্রার্থী নাজিমউদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকে ২৪,৯৩১ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ৫৮৮ জন।
অন্যদিকে, নাটোর-৩ আসনে ২,২২,১৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী জুনায়েদ আহমদে পলক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীকে ৭৮৫০ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়।
এছাড়াও ২৮ টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা ২৬, ধানের শীষ ১ এবং জাতীয় পার্টি ১টি আসনে জয়লাভ করেছে।
এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সারাদেশে একযোগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।
আজ রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়।
ভেট গ্রহনের সময় সারাদেশে জাল ভোট, কেন্দ্র দখল, সংঘর্ষ, বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও প্রায় ৬০ জনের অধিক প্রার্থীর ভোট বর্জনের মধ্যে দিয়ে ভোট গ্রহন শেষ হয়েছে। এমনকি এ নির্বাচনে বিভিন্ন দলের প্রায় ১৫ জন নেতাকর্মী নিহত হয়েছে।
সরকারি দল নির্বচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করলেও বিরোধী দলের দাবি নির্বচন সুষ্ঠু হয়নি। বিরোধী জোট অভিযোগ করেন, সারাদেশে বিএনপি ও তার জোটের প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, সারাদেশে খুব সুষ্ঠুভাবে নির্বচন হয়েছে। স্বাধীনতার ৪৭ বছরের মধ্যে এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে।
অন্যদিকে প্রধান নির্বচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার প্রক্রিয়ার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই ফলাফল ঘোষণা হবে। প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেন্দ্রেই ভোট গণনা করবেন। এ সময় সহকারী রিটার্নিং, প্রার্থীর এজেন্টেরা উপস্থিত থাকতে পারবেন। ভোট গ্রণনা শেষে প্রিজাইডিং অফিসার লিখিত ফলাফল সংশ্লিষ্টদের সরবাহর করবেন। পরে এ ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন। ইসির ফোয়ারা প্রাঙ্গণে স্থাপিত মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এ চত্ত্বরে ইসি শটি মনিটরের মাধ্যমে ফলাফল প্রর্শন করবে।
এক নজরে একাদশ সংসদ নির্বাচনের ভোট: নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ১০ কোটি ৪২ লাখেরও বেশি ভোটেরর এ নির্বাচনে লড়াইয়ে রয়েছেন ১৮৬১ জন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১৭৩৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।
– বিডি২৪ লাইভস