যে ৫ আসনে আওয়ামী লীগের জয়, ১৩২টিতে এগিয়ে সর্বশেষ পাওয়া খবর

একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে দেখা জানা গেছে, আজ অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ৫টিতে ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া আরও ১৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে মাত্র একটি আসনে এগিয়ে আছেন ঐক্যফ্রন্টের এক প্রার্থী।

বেসরকারিভাবে নির্বাচিত ৫টি আসনের ফলাফল হল–

মেহেরপুর-১ আসনের ১০৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের ফরহাদ হোসেন দোদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪৫৪, বিএনপির মাসুদ অরুণ পেয়েছেন ১৪ হাজার ১২৫ ভোট। মেহেরপুর-২ আসনে ৮৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শহিদুজ্জামান খোকন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৪ ভোট, আর বিএনপির জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭ হাজার ৯০০ ভোট।

কুষ্টিয়া-১ আসনে ১২৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের আ খ ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট। এ আসনে বিএনপির রেজা আহমেদ বাচ্চুর প্রাপ্তা ভোট সংখ্যা সাকুল্যে ৩ হাজার ৪২০টি। কক্সবাজার-৪ আসনের ১০০ কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষিত হয়েছে। একে আওয়ামী লীগের শাহীনা আক্তার চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৪২৪ ভোট, আর বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৪৮২ ভোট।

সিরাজগঞ্জ-৪ এর মোট ১২৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের তানভীর ইমাম পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ৪৪৮ ভোট, আর জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ২৪ হাজার ৪৮৭ ভোট।

এছাড়া মাগুরা-১ আসনে ১৪৩ কেন্দ্রের মধ্যে ৯৮টির ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের সাইফুজ্জামান শিখর পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৩ ভোট, অন্যদিকে বিএনপির মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৭ হাজার ১৭৫ ভোট। ভোলা-৩ আসনে ১১৫ কেন্দ্রের মধ্যে ৭৩টির ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩১৯ ভোট। আর বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ১৬০ ভোট। কুষ্টিয়া-২ আসনে ১৫৮ কেন্দ্রের মধ্যে ৯৯টির ফলাফলে নৌকা প্রতীকের হাসানুল হক ইনু পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ২৩১ ভোট, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন পেয়েছেন ১৭ হাজার ৯৭ ভোট।