খুলনায় ২১ কেন্দ্রের ফলাফলঃ দেখুন কে এগিয়ে

খুলনা-২ আসনে ২১টি কেন্দ্রে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল পেয়েছেন ১৪১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৩২০৮ ভোট। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৫৭টি।

এর আগে রোববার বিকেল ৪ টায় শেষ হলো একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরেই শুরু হয় ভোট গণনা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৬ টি আসনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়েছে। আসনগুলো হলো-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।

নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে মোট ১৮জন প্রার্থী ভোট বর্জন করেছেন বলে জানা গেছে। এছাড়া সারাদেশে নির্বাচনী সংহিংসতায় নিহত হয়েছেন ১৬ জনের মতো।