রংপুর ৩ আসনে জাতীয় পার্টির হুসাইন মো এরশাদ এগিয়ে রয়েছে। ১৭৫ আসনের মধ্যে ৪ টি আসনের ফলাফলে লাঙ্গল পেয়েছে ৪৫৮০। আর পিপলস পার্টির রিটা রহমান পেয়েছেন ২৭০২ টি ভোট।
দীর্ঘ ৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সেই অতি কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দেশ বিদেশের সবাই আজকে তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবার মাঝেই কাজ করছে অন্যরকম এক উত্তেজনা। ইতি মধ্যে শেষ হয়ে গেছে ভোট।
দিনভর ভোটগ্রহণের পর বিকাল ৪টা থেকে গণনা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার গণনায় বিভিন্ন আসনের ভোটের ফলাফল আমাদের হাতে আসতে শুরু করেছে।
সারা দেশের আসনগুলোতে প্রিসাইডিং অফিসাররা কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছেন।