বিজেপির সঙ্গে বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয়েছি: ফখরুল

চলতি বছরের আগস্ট মাসে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি- বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতীয় সাংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। শনিবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা হতাশ হয়েছি। এ বছরের আগস্টে আমরা বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠকের জন্য চেষ্টা করেছিলাম; ভারতীয় পক্ষ এড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা ভারতের বন্ধুত্ব চেয়েছিলাম। আর বিএনপির সম্পর্কে ভারতের যে ধারণা— আমরা মোটেও জাতিগত দাঙ্গা, মৌলবাদে বিশ্বাস করি না। আমরা ভারত-বিরোধী বলে যে প্রচারণা আছে তা পুরোপুরি মিথ্যা, এটা আওয়ামী লীগের একটি অংশের ছড়ানো মিথ্যা প্রচারণা।’

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরে স্বেচ্ছানির্বাসনে লন্ডনে অবস্থান করছেন।

সবমিলিয়ে বিএনপির এখন নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎকার দেন তিনি।

রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখানে কোনো নির্বাচনী প্রচার নেই। এটা সন্ত্রাসের রাজত্ব, রাষ্ট্রীয় সন্ত্রাসেরও।’

পুলিশকে ক্ষমতাসীন দল ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ভয়াবহ অবস্থা।’ তার স্ত্রী ও মেয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের ঘটনাও যে ঘটতে পারে তা আমার ধারণাতেও ছিল না।’

জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জামায়াত নিয়ে প্রশ্ন করা হয়। আমি আপনাকে বলছি, বিএনপি জামায়াত নয়। বিএনপি ইসলামী আইনে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না। জামায়াতের প্রতি আমাদের কোনো মোহ নেই।’

তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার বিষয়টি ছিল কৌশলগত। তাদের সঙ্গে নিয়ে ৫০টি আসনে আমরা সুবিধা পাই, যেসব আসনে ব্যবধান খুবই কম এবং এই আসনগুলোতে কঠিন লড়াই হয়। আমাদের বাদ দিলে তাদের আসন মাত্র তিনটি।’

আগামীতে তারা সরকার গঠন করতে পারলে জামায়াতকে সরকারের অংশ করা হবে কি-না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনোভাবেই না।’

ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি একটি ডানপন্থি দল। তাদের সঙ্গে আরএসএসও আছে। কিন্তু তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই।’

আওয়ামী লীগ একটি ‘ঘৃণিত’ রাজনৈতিক দল এমন মন্তব্য করে ফখরুল বলেন, শুধুমাত্র ভারতের কারণে আওয়ামী লীগ টিকে আছে। ভারতই আওয়ামী লীগকে শক্তিশালী করেছে।’