রেজা কিবরিয়া আসনে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, বন্ধ ভোটগ্রহণ!

দীর্ঘ ৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সেই অতি কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দেশ বিদেশের সবাই আজকে তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবার মাঝেই কাজ করছে অন্যরকম এক উত্তেজনা। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটছে।

নৌকা ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষের কারণে হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ উপজেলার বাজে সুনাইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সংঘর্ষে ৫-৬ জন আহত হয়েছেন।

রোববার সকালে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। এ আসনে প্রায় ২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার বাজে সুনাইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকা ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে কমপক্ষে ৫-৬ জন আহত হন।

প্রিসাইডিং অফিসার রেজাউল করিম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোটগ্রহণ শুরু হবে। ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

সুত্রঃ যুগান্তর