ব্রেকিং : কুমিল্লায় সংঘর্ষ ও গুলিতে নিহত ২

কুমিল্লার লাঙ্গলকোট ও চান্দিনা উপজেলায় ভোট চলাকালে সংঘর্ষ ও গুলিতে দুইজন নিহত হয়েছে। রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে লাঙ্গলকোটে দু’পক্ষের সংঘর্ষে একজন এবং চান্দিনায় দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে আরেকজন নিহত হয়।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে লাঙ্গলকোটের দোলখার ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের সংঘর্ষে বাচ্চু মিয়া (৩৫) নামে একজন নিহত হয়। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি— বাচ্চু মিয়া ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন।

এদিকে, চান্দিনা উপজেলার পশ্চিম বেলাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মজিবুর রহমান (৩৫) নামের একজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অতর্কিতভাবে একদল সন্ত্রাসী ওই কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাংচুর করে। এ সময় ধানের শীষ ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে একজন নিহত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মজিবুর রহমানের বাবার নাম সুজাত আলী, বাড়ি মুরাদনগরের ইন্দ্রাচর গ্রামে। তিনি চান্দিনা উপজেলায় ভাড়া থাকতেন।