শেষ সময়ে সরে দাঁড়ালেন তারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগের দিন চার প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, যশোর-৬ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির আবু সালেক এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। জাতীয় পার্টির ৩ প্রার্থী নিজ নিজ আসনের আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছেন। গত শুক্র ও শনিবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর:

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত তার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়েছেন। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সৈয়দ দিদার বখত বলেন, মহাজোটের মধ্যে দু’জন প্রার্থী থাকলে জামায়াত-বিএনপি মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে যাওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য আমি আমার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে নৌকার প্রার্থী (ওয়ার্কার্স পার্টির) অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিলাম।

কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। শনিবার দুপুরে কেশবপুর শহরের হাসপাতাল এলাকায় ইসমাত আরা সাদেকের বাসভবনে গিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে এই সমর্থন জানান তিনি।

ওই সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জাতীয় পার্টির প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় পার্টি মহাজোটের অন্তর্ভুক্ত দল। তারা সব সময় জোটের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পঞ্চগড়: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মজাহারুল হক প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক। গত শুক্রবার রাতে জেলা শহরের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নৌকা প্রতীকের প্রার্থী মজাহারুল হক প্রধান।

সংবাদ সম্মেলনে প্রার্থী মজাহারুল হক প্রধান তার বক্তব্যে বর্তমান সরকারের ১০ বছরে পঞ্চগড়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নির্বাচনে আবু সালেকের সহযোগিতার কথা জানান।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): নির্বাচনের শেষ মুহূর্তে পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে মোটরগাড়ি মার্কায় সমর্থন দিয়েছেন। শনিবার বিকেলে ডিএন ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে ইমদাদুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সুত্র : সমকাল