“ভোট গণনা সাংবাদিকদের সামনেই হবে”: কেএম নূরুল হুদা

আগামীকাল রোববার হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন । দেশের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নির্বাচন নিয়ে ।অধীর অগ্রহে আছেন ভোটাররা ভোট দিতে ভোট গ্রহনের আগে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন ,আর ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সামনেই ভোট গণনা হবে।

সিইসি বলেন, কর্মকর্তা, পর্যবেক্ষক, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার সকাল ৭টার মধ্যে পরিচালনার কাজ শুরু করবেন। তিনি ব্যালট বাক্স খুলে সকলের উপস্থিতিতে সকলকে ব্যালট বাক্স খালি কিনা দেখাবেন।‘এরপর ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করবেন। ভোটগ্রহণ শেষ হলে এজেন্ট, সাংবাদিকদের সামনে ভোট গণনার কাজ শুরু করবেন। এটি কেন্দ্রের বাইরে করা যাবে না।’আজ শনিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরে তিনি একথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আরও বলেন, ফলাফলের তালিকা এজেন্টদের সরবরাহ করতে হবে। কেউ অবৈধভাবে ভোটকক্ষ ত্যাগ করতে বললে ম্যাজিস্ট্রেট বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।গণমাধ্যমেরে উদ্দেশে তিনি বলেন, ভোট গ্রহণের স্বাভাবিক কাজ ব্যহত হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। আপনারা আপানাদের পবিত্র দায়িত্ব পালন করবেন।

এদিকে সেনাপ্রধান বলেন, দেশের র্ব্তমান পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ জানিয়ে ভোটের দিন সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এছাড়া তিনি বলেন, গত ৪৭ বছরে এত শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখিনি।