সৌদি প্রবাসীদের ‘ইকামা ফি’ নিয়ে নতুন যে ঘোষণা দিলেন দেশটির মন্ত্রী

সৌদি প্রবাসীদের ইকামা ফি কমছে-এরকম একটি অসত্য খবর প্রকাশ করছে কেউ কেউ। বিভ্রান্তিকর ওই সংবাদটিতে সত্যের লেশমাত্র নেই। ভূঁইফোড় নিউজপোর্টাল, ফেসবুক পেইজ অসত্য অথচ আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করে পাঠক টানার কূটকৌশল অবলম্বন করছে। আদতে তা পাঠকের ক্ষতির কারণ হচ্ছে। সত্য খবর বঞ্চিত হচ্ছে পাঠক।

‘ইকামা ফি কমছে’ এরকম নয় বরং ইকামার বর্ধিত ফি এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিরকম বিরূপ পরিবেশ তৈরি হচ্ছে, সেই বিষয়টি ফলো আপ রিপোর্ট প্রকাশ করার কথাই জানিয়েছেন সৌদি বাণিজ্য এবং বিনিয়োগ মন্ত্রী মাজেদ আল কাসাবি।মাজেদ আল কাসাবি বলেন, বর্ধিত ফি’র প্রভাব বিষয়ে এক মাসের মধ্যেই গবেষণা পত্র প্রকাশ করা হবে। সেই গবেষণাতে প্রবাসীদের ইকামা ফির সুফল কুফল উঠে আসবে।

সোমবার এক টিভি সাক্ষাৎকারে মাজেদ আল কাসাবি আরো বলেন, মন্ত্রী পরিষদের কাছে গবেষণাপত্রটি পেশ করা হবে ঠিক এক মাসের মধ্যে। বর্ধিত ইকামার ফি’র সমস্যা সমাধান এবং চ্যালেঞ্জ মোকাবেলাতে কাজ করবে মন্ত্রী পরিষদ। তিনি বলেন, সরকার ইকামার ফি অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। একইসঙ্গে ফি’র বিষয়টি পুনঃ পুনঃ পর্যালোচনা এবং গবেষণা করেও দেখা হচ্ছে।

সৌদি বাণিজ্যমন্ত্রীর কথা খুবই পরিস্কার। বর্ধিত ইকামার ফি বিষয়ে নানান পর্যালোচনা যেমন চলবে, ইকামার ফি অপরিবর্তিত রাখতেও তারা বদ্ধ পরিকর। ইকামার ফির কারণে প্রবাসীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও বাড়তি ফির ফলে দেশের উপকার হচ্ছে বলেই মন্ত্রীর অভিমত। তাই, ইকামার ফি কমছে-এরকম খবরে বিভ্রান্ত না হতে পাঠকদের অনুরোধ জানাই।