শেষ মুহূর্তে ৩ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

দরজায় কড়া নাড়ছে নির্বাচন, শেষ মুহূর্তে কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আদালতের নির্দেশে স্থগিত হওয়া আসনগুলোর মধ্যে ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে দলটি।
এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়াপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন ফজলুর রহমান। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগমকে সর্মথন জানিয়েছে বিএনপি।

বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মোর্শেদ মিল্টন। সেখানে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুলকে বিএনপি সমর্থন জানিয়েছে।

এছাড়া ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবু আশফাক। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। সেখানে বিএনপি, ২০ দল বা ঐক্যফ্রন্টের আর কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি।

এছাড়া প্রচারের শেষ দিনেই প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। এই তথ্য নিশ্চিত করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতোদিন এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন তার বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী। আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। বর্তমানে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দী আছেন।