রক্তের বদলা ব্যালটে: গয়েশ্বর

নির্বাচনী সহিংসতায় আহত ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে গণসংযোগে নেমে রক্তের বদলা ব্যালটের মাধ্যমে নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার গণসংযোগের সময় ‘আওয়ামী লীগের কর্মীদের’ হামলায় আহত হয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর এক দিন বিরতি দিয়ে গতকাল মাঠে নামেন তিনি। নেতা-কর্মীদের নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ইস্টার্ন এলাকায় গণসংযোগে যান তিনি।

এ সময় গয়েশ্বর বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত ভোটের মাঠে থাকব। আমি তো পরশু দিন (গত মঙ্গলবার) মরে যেতাম। যানজট না থাকার কারণে আমি দ্রুত হাসপাতালে পৌঁছাতে পেরেছিলাম। যদি অতিরিক্ত রক্তক্ষরণ হতো ও পথে যানজট থাকত, তবে গণতন্ত্রের জন্য আমাকে লাশ হতে হতো।’

বিএনপির এই নেতা বলেন, ‘হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ মামলা করতে বলেছেন। কিন্তু আমি বলেছি, মামলা দেব না। তুমি (নসরুল হামিদ) যদি ভাবো কাজটা অন্যায় হয়েছে, তবে তুমি মামলা করো। রাজনৈতিক কারণে আমি মামলা দেব না। জনগণকে নিয়ে

এর জবাব দেব। রক্তের বদলা রক্তে নয়, রক্তের বদলা হবে ব্যালটে।’–প্রথমআলো