টাকা এনেছো, ফারুককে জিজ্ঞেস করলেন এরশাদ

ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করতে তার বাসায় যান আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান (ফারুক)।

সে সময় এরশাদ সরাসরি ফারুককে বলেন, টাকা এনেছো। এমন কথা হাসিমুখে সাংবাদিকদের জানান ফারুক।

ঘটনার বর্ণনায় ফারুক বলেন, প্রথমে জিজ্ঞেস করেছেন কেমন আছো তুমি। টাকা পয়সা এনেছো। আমার কাছে টাকা নেই।

তারপর এরশাদ হাসি দিয়ে বলেন, টাকা লাগবে না। সমর্থন দিব তোমায়।

ফারুক বলেন, তিনি একজন (এরশাদ) সম্মানিত ব্যক্তি। একটা পার্টির এতো বছরের প্রধান হয়ে আমাকে সন্তান ভেবে সমর্থন দিয়েছেন। এটা ইতিহাস হয়ে থাকবে।

চিত্রনায়ক ফারুক বলেন, দোয়া করি তিনি (এরশাদ) যেন দেখে যেতে পারেন, তার ছোট ভাই এমপি হয়েছে।

ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে না পারার জন্য এরশাদের মধ্যে কোনো ক্ষোভ নেই এমনটা জানিয়ে তিনি বলেন, তার ক্ষোভ এই কথা কেন আসবে৷ কেউ যদি বলে ক্ষোভ আছে, আমি বিশ্বাস করি না। সুন্দর রাজনীতির জন্য তিনি দোয়া করেছেন।

এর আগে বিকেল ৫টার দিকে বারিধারা নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এরশাদ বলেন, ফারুক এসেছিলো আমার কাছে। আমি ওকে সমর্থন দিলাম।–পরিবর্তন