মাশরাফির জন্য নির্বাচনী প্রচারে ৫ শতাধিক খেলোয়াড়

নড়াইল -২ আসনের মহাজোটের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী প্রচারে রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীদের পাশাপাশি এবার স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন নড়াইল ও লোহাগড়ার ৫ শতাধিক খেলোয়াড়রা।

বুধবার নড়াইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় ৫ শতাধিক ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ফুটবলসহ বিভিন্ন খেলোয়াড়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলবদ্ধ হয়ে লোহাগড়া উপজেলা বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মাশরাফির পক্ষে ভোট চান তারা।

উপজেলার মিঠাপুর বাজার, নলদী, লাহুড়িয়া বাজার, মানিকগঞ্জ, লক্ষীপাশা এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ শেষে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,সহসভাপতি হাসানুজ্জামান, এস এম হায়াতুজ্জামান,যুগ্ম সম্পাদক রওশনারা লিলি, সদস্য মুজিবুর রহমান,দীলিপ চক্রবর্তী, মাহবুবুর রহমান,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, মাশরাফি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বিশ্ববাসী তাকে নড়াইলের এক্সপ্রেস হিসেবে চেনে। প্রধানমন্ত্রী তাকে নড়াইল থেকে মনোনয়ন দিয়েছেন। আগামী ৩০ তারিখে দলমত-নির্বিশেষে তার নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। মাশরাফি নির্বাচিত হলে নড়াইলের উন্নয়ন হবে।