ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া সেনাবাহিনী অ্যাকশনে যেতে পারে না: এম সাখাওয়াত হোসেন

সামরিক বাহিনীর ওপর মানুষের অনেক আস্থা থাকে কারণ তারা দলের দিকে তাকিয়ে বা কারো মুখ দেখে কাজ করবে না। তাদের নিয়মে যা রয়েছে তারা সেভাবেই কাজ করবে। এ জন্যে তাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি।

সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া সেনাবাহিনী কোনো অ্যাকশনে যেতে পারে না। অর্থাৎ, আটক বা সাময়িকভাবে গ্রেপ্তার করা বা হাজতে নেওয়া- এগুলো কোনো কিছু করতে পারে না যতোক্ষণ পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট তাদেরকে নির্দেশ না দেন।

মঙ্গলবার ডেইলি স্টারের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী নামায় মানুষের মনে প্রত্যাশা অনেক অনেক বেড়েছে। তাই মানুষ ভাবছে যে এখন আর মারামারি হবে না।

সেনাবাহিনী এক জায়গায় আর মারামারি হলো আরেক জায়গায়। তাহলে কি করা যাবে? এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, সামরিক বাহিনীর নিজস্ব একটা কমান্ডিং চ্যানেল রয়েছে। তারা সেই চ্যানেলের মাধ্যমে কাজ করে। কিন্তু, সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্যে। তাই, যারা তাদেরকে ডেকেছে তা কী চাচ্ছে তার ওপর সশস্ত্র বাহিনীকে নির্ভর করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্যে সেনাবাহিনী যে কোন কার্যকর ভূমিকা পালন করতে পারে যে বিষয়ে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন যদি চায় তাহলে এ সংক্রান্ত একটি পরিপত্র তারা দিতে পারে।

সেখানে সেনাবাহিনীর কাজ সম্পর্কে বলা থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সেটি দেওয়ার সময় আছে কী না জানি না। তবে সেনাবাহিনীকে কী দায়িত্ব দেওয়া হয়েছে, কী করার কথা বলা হয়েছে, এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো দেখার বিষয়।—আমাদের সময়