ভোটারদের বাড়িতেই খাবার সারছেন হিরো আলম

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ভোট টানতে ব্যতিক্রমী কৌশল নিয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি তার সিংহ প্রতীকের প্রচার চালাতে গিয়ে ভোটারদের বাড়িতেই সারছেন দুপুর ও রাতের খাবার।

রবিবার রাতে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকার হিন্দু সম্প্রদায়ের এক বিধবাকে মা ডেকে সেখানেই রাতের খাবার খেয়ে ফের আলোচনায় এসেছেন হিরো আলম।

সিংহ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানে একই কথা বলছেন-‘আমি গরিব ঘরের ছেলে। টাকা দিয়ে ভোট করতে আসিনি। আমি গরিব, গরিবরাই আমার সঙ্গে প্রচারে রয়েছে। কেউ টাকার জন্য আমার প্রচার করছেন না, ভালোবাসা থেকেই সহযোগিতা করছেন সবাই। গরিবের দুঃখ পরিবারই বোঝে।’

তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মহাজোটের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশেনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস্ পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।