ছাত্রলীগকর্মীকে হত্যা, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্কুল সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় শহরের ছাত্রলীগকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১২টায় নিয়াজ মুহাম্মদ স্কুল এলাকায় প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন কান্দিপাড়ার বাসিন্দা সৌরভ হোসেন মীম (১৮)। তাঁকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়। সৌরভ কান্দিপাড়া মহল্লার আশু মিয়ার ছেলে।

স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পথে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা জানায়, দুর্গাপূজার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৌরভের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ ছাত্রলীগকর্মীদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাঁর ওপর এ হামলা চালানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।