আপনাদের জামাইয়ের জন্য ভোট চাই : সুমি

মাশরাফি নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর সুধাসদন থেকে শেখ হাসিনার পাশে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া-নড়াইলবাসীর সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন।

সোমবার (২৪ ডিসেম্বর) এরই ধারাবাহিকতায় মাশরাফির জন্য ভোট চান তার স্ত্রী সুমনা হক সুমি।

সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলার সত্তরহাজারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় সুমনা হক সুমি বলেন, ‘আমি আপনাদের এলাকার মেয়ে আপনাদের কাছে এভাবে আসব ভাবতে পারিনি। আপনাদের কাছে এলাকার জামাই মাশরাফি বিন মর্তুজার জন্য নৌকা প্রতীকে ভোট চাই। আপনাদের জামাইকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন।’

এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলসহ কয়েক হাজার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, ‘আমি আপনাদের এলাকার জামাই আমার স্ত্রী আপনাদের এলাকার মেয়ে যা বলার বলেছেন। আমি একটি কথা বলব, আমরা সবাই মিলে নড়াইলকে একটি সুখি-সমৃদ্ধশালী নড়াইল জেলা হিসাবে গড়ে তুলব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আপনাদের কাছে নৌকা দিয়ে পাঠিয়েছেন আপনাদের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে একসাথে কাজ করব নড়াইলের উন্নয়নে।’