৮টি আসন সরকারকে উপহার দেওয়া হলো : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘১৬ জন প্রার্থী কারাগারে আছেন। ছয়জনকে তফসিল ঘোষণার পর গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আটজনকে অবৈধ করা হয়েছে। আর কয়েকজন অবৈধ করার কথা বলা হয়েছে। ফলে, আটটি আসনে ধানের শীষের কোনো প্রার্থী রইল না। সরকারকে এই আটটি আসন উপহার দেওয়া হলো।’

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, ‘১৬টি আসনে আমাদের প্রার্থীদের প্রতি সহানুভূতি বেড়েছে।’ তফসিল ঘোষণা পর চার হাজারের বেশি মামলা হয়েছে বলে জানান নজরুল ইসলাম। এরই মধ্যে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন এই বিএনপিনেতা।

সেনাবাহিনীর উদ্দেশ্যে নজরুল বলেন, ‘আমরা শুনেছি সেনাবাহিনী সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নির্বাচনের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে। এবার আমরা দেখতে চাই, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা।’

সভায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাকে বলল, স্যার আরেকটু ধৈর্য ধরুন। আমরা ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা দেখাব। তাই আমি বলি আমাদের দাঁত কামড়ে সহ্য করতে হবে।’

জাফরুল্লাহ আরো বলেন, ‘৩০ ডিসেম্বর ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকতে হবে। ভোটের হিসাব না নিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী তৈরি থাকুন, ৩০ ডিসেম্বর জনগণ আপনাকে ফাইনাল খেলা দেখাবে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদ। সঞ্চালনা করেন সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী প্রমুখ।