টাকা দিয়ে ভোটকেনার সময় ধরা মির্জা আব্বাসের দুই কর্মী

অবৈধভাবে ভোটকেনার জন্য টাকা বিতরণকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ চার লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জুয়েল রানা।

আটককৃতরা হচ্ছেন শহীদুল ইসলাম ও মুহিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা-৮ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেছেন।

জুয়েল রানা জানান, রাত থেকেই তাদের পরিকল্পনা চলছিলো। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য জেনে আগে থেকেই ওঁত পেতে থাকা ডিবি সদস্যরা সকালে শহীদুল ও মুহিতকে হাতেনাতে ধরে ফেলে।

এসময় তারা রাজারবাগ এলাকায় বারাকাহ মেডিকেল কলেজের সামনে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী টাকা বিতরণ করছিলেন।

আটককৃত দুজনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।–সারাবাংলা