এমপি হলে মন্ত্রীত্ব পাবেন কিনা এমন প্রশ্নে যা বললেন মাশরাফি

খেলার মাঠই তার আসল ঠিকানা। বেড়ে উঠেছেন সেখানেই, নাম-যশ-খ্যাতি যাই বলি না কেন সব কিছুই এসেছে ২২গজের পিচ থেকে। তবে এবার নেমেছেন রাজনীতির মাঠে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওয়ানডে) মাশরাফি বিন মর্তুজা।

প্রতীক বরাদ্দের পর প্রথমবারের মতো নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচার কাজ করে যাচ্ছেন তিনি। সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাটাচ্ছেন ব্যস্ত সময়। ভোটের মাঠে নেমেছেন তার স্ত্রীও।

স্থানীয় রাজনীতিকেরা মনে করছেন, সুন্দর নড়াইল গড়তে হলে মাশরাফিকে শুধু সাংসদ হলেই চলবে না, হতে হবে মন্ত্রিসভার সদস্যও।

নড়াইল জেলা পরিষদের সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস বেশ আত্মবিশ্বাসী, মাশরাফি ভবিষ্যতে মন্ত্রিত্বও পাবেন, ‘আমাদের এখানে দল যার যার, মাশরাফি সবার। সে অত্যন্ত যোগ্য ছেলে। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভীষণ স্নেহ করেন। অনেক পছন্দ করেন বলেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আর যেহেতু প্রধানমন্ত্রী নিজের আগ্রহে মনোনয়ন দিয়েছেন, আমাদের বিশ্বাস, মাশরাফি জিতলে এবং আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে সে মন্ত্রিত্বও পাবে। এর আগে কখনো নড়াইল থেকে আমরা মন্ত্রী পাইনি। আশা করি, মাশরাফিকে দিয়ে সেই শূন্যতা পূরণ হবে। এলাকার সার্বিক উন্নয়নে ক্ষমতার কাছে থাকাটা খুব জরুরি।’

তবে এ বিষয়ে মাশরাফি আগেই বলেছেন, ভবিষ্যতের দিকে তাকাতে চান না, থাকতে চান বর্তমান নিয়ে। মন্ত্রী হতে পারবেন কি, পারবেন না, সেটি নিয়েও তার ভাবনা নেই।