সেনাবাহিনীকে নিয়ে এবার যা বললেন ওবায়দুল কাদের

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান নির্বাচন। এই নির্বাচন নিয়ে সবার মাঝে কাজ করছে অন্যরকম উত্তেজনা। এবার ভোটের মাঠে উপস্থিত থাকবে সেনাবাহিনী। ইতি মধ্যে মাঠে নেমে গেছে সেনা বাহিনী।

সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। সেনাবাহিনীকে নিয়ে যারা উল্লসিত তাদের উদ্যেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ মন্তব্য করেছেন। আজ সোমবার (২৪ ডিসেম্বর) ফেনীর দাগনভূইয়াই নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী কোনো দলের না, সেনাবাহিনী কোনো জোটের না। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আজকে যারা উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’

৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সূত্র: আমাদেরে সময়