রাজনীতির সবচেয়ে ন্যায্য কথাটি বলে সবার মন জয় করলেন মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইলে পৌঁছানোর পথে হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হন। এমন ভালোবাসা পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এ প্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন।’

এদিকে মাশরাফি নড়াইলে নির্বাচনী প্রচারণার পরের দিন আজ রবিবার বললেন রাজনীতির সবচেয়ে ন্যায্য কথাটি। সেটিও ঠিক যেন তার অধিনায়কোচিত বক্তব্যই। এদিকে জেলা আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মাশরাফী বলেছেন, ‘নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন, আমি নোংরামি পছন্দ করি না।’

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যখন একের পর এক প্রতিপক্ষের ওপর হামলা-নির্যাতনের খবর আসছে, তখন রাজনীতিতে নবাগত মাশরাফী ভাবছেন এমন ভিন্ন কথা। মূলত গণতান্ত্রিক রাজনীতির এটিই মুখ্য বিষয়। সেখানে সম্প্রীতিই বড় বিষয়। জয়-পরাজয় থাকবে, সেটা মেনেও নিতে হবে। কিন্তু সেজন্য একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা-নির্যাতনের পথ বেছে নেবে, তা কাম্য নয়।