অন্ধকার থেকে বেরিয়ে এসে যা বললেন ড. কামাল হোসেন ভিডিওবার্তা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার শুটিংয়ে অংশ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। (২১ ডিসেম্বর) শুক্রবার রাতে একটি ভিডিও অবমুক্ত করা হয় জাতীয় ঐক্যফ্রন্টের ফেসবুক পেজে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ড. কামাল হোসেনের এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে সমগ্র জাতিকে কেন্দ্র করে। তিনি সবার উদ্দেশেই বলছেন, ‘জেগে উঠতে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে।’

মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি ঘরের দরোজা খুলে প্রবেশ করছেন ড. কামাল হোসেন। লাঠি হাতে, স্যুট পরে ভেতরে আসেন গণফোরাম সভাপতি। কক্ষের ভেতরে অন্ধকার, বাইরে আলো। কয়েক সেকেন্ডের ভিডিওতে কামাল হোসেন মাত্র একটি বাক্য উচ্চারণ করেন। কামাল হোসেন বলে ওঠেন, ‘জেগে ওঠো বাঙালি। তোমার কান্ডারী প্রস্তুত।’

গণফোরামের মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক অবশ্য এ বিষয়ে কিছু বলতে পারেননি। ভিডিও নির্মাণ কারা করেছে, এ ব্যাপারে তিনি বলেন, জানি না।

বিষয়টি নিয়ে কামাল হোসেনকে ফোন করা হলেও তার কার্যালয়ের একজন জানান, কামাল হোসেন মিটিংয়ে ব্যস্ত। সুত্র: বাংলা ট্রিবিউন