পুনঃতফসিল না দিতে ইসিতে আ. লীগের চিঠি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল না দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর এ-সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন। আবদেনপত্রটি আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত।

ওই আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা জানতে পেরেছি, বিএনপি ওই সকল আসনে পুনঃতফসিলের আবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের আওতায় ওই সকল আসনে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশেও ওই সকল আসনে পুনঃতফসিলের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের কাছে এ ধরনের পুনঃতফসিলের জন্য বিএনপির আবেদনের জোরালোভাবে বিরোধিতা করেছি।

আবেদন জমা দেয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আক্তরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা আজকে যে কারণে নির্বাচন কমিশনে এসেছি— হঠাৎ করে লক্ষ্য করলাম, ওবায়দুল কাদেরের প্রচারণায় হামলা, প্রতিমন্ত্রী আফসারুল ইসলামের চট্টগ্রাম মিছিলে হামলা, শুক্রবার রাতে মুক্তগাছায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়।

দুঃখজনক ঘটনা হলেও ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে হিন্দুদের ওপর হামলা করা হয়েছে। এ ছাড়া ওখানে গান পাওডার ব্যবহারের তথ্যও আমরা পেয়েছি। এই ঘটনাগুলো আমরা ২০১৩, ১৪ ও ১৫ সালে লক্ষ্য করেছি। আমরা আশঙ্কা করছি, জনগন্নাথপুরের এই ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

এর আগে ইসির কাছে দু’বার তাদের প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল অথবা সংশ্লিষ্ট আসনের অন্য বৈধ প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।–পূর্বপশ্চিমবিডি