‘অসুস্থ’ সাজেদা চৌধুরীর খোঁজখবর নিতে বাসায় গেলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় তাকে দেখতে ফরিদপুরের তার বাসভবনে যান একই আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলার রসুলপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়ি হামিদ মঞ্জিলে যান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যখন হামিদ মঞ্জিলে পৌঁছান সে সময় সৈয়দা সাজেদা চৌধুরী ঘুমিয়ে ছিলেন। তাই তার ছেলে সজিদ আকবর চৌধুরীর কাছে উপনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপির এই প্রার্থী।

পরে শামা ওবায়েদ সাজেদা চৌধুরীর ছেলে ও এপিএস শফিউদ্দীনের হাতে ধানের শীষের লিফলেট দিয়ে দোয়া চান। সংসদ উপনেতার ছেলে সজিদ আকবর চৌধুরী এবং এপিএস শফিউদ্দীনও শামা ওবায়েদের হাতে নৌকার লিফলেট দিয়ে সাজেদা চৌধুরীর জন্য দোয়া চান। এ সময় ধানের শীষ এবং নৌকার পোস্টার একসঙ্গে ধরে ছবি তোলেন তারা।

সৈয়দা সাজেদা চৌধুরীকে মাতৃতুল্য মুরব্বী হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘নির্বাচনের মাঠে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমি সবসময়ই তার প্রতি শ্রদ্ধাশীল। তিনিও আমাকে স্নেহ করেন। মহান আল্লাহ যেনো সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দ্রুত আরোগ্য দান করেন।’

তিনি আরও বলেন, ‘সাজেদা চৌধুরী একজন প্রবীণ নেত্রী। তার অসুস্থতার খবর শুনে আমি তাকে দেখতে এবং তার কাছে দোয়া চাইতে এসেছি।’

এ সময় সংসদ উপনেতার ছেলে সাজিদ আকবর চৌধুরী, এপিএস শফিউদ্দিন শফি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবসহ দুই দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর একসঙ্গে মিলিত হওয়ার খবর পেয়ে সেখানে উৎসুক নেতাকর্মী ও সাধারণ জনগণ ভিড় করেন।