কোর্টে অবৈধ প্রার্থীদের ফের পুনঃতফসিল দাবি বিএনপির

আদালতের রায়ে যেসব আসনে বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেছে, সেসব আসনে পুনঃতফসিল ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার বিকেলে এ-সংক্রান্ত একটি চিঠি ইসিতে জমা দেয়।

পরে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জানি, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশন বৈধতা দেয়ার পর আদালত তা বাতিল করছেন। আমরা একজন প্রার্থীকে নির্বাচনী এলাকায় পরিচয় করেছি। এখন এসে আমাদের প্রার্থী বাতিল করা হলো। নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর আদালত অবৈধ ঘোষণা করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রধান দাবি জানাচ্ছি, এ-সংক্রান্ত রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচন স্থগিত করা হোক। কারণ, নির্বাচন হওয়ার পর যদি আমাদের প্রার্থীদের প্রার্থিতা আদালতে বৈধ হয়, তখন আর নির্বাচন করা সম্ভব হবে না।’

এর আগে ২০ ডিসেম্বর একই দাবি জানিয়েছিল বিএনপি। সেদিন বিকল্প প্রার্থী দেয়ার সুযোগ অথবা নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার দাবি করেছিল তারা।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।