‘১টি ভোট-ই পারে বাংলাদেশ এবং তরুণ সমাজের ভবিষ্যৎ পরিবর্তন করতে’

আর মাত্র কয়েকদিন বাকি আছে জাতীয় নির্বাচনের। সবার মাঝে কাজ করে চলেছে অন্য রকমের এক উত্তেজনা। শেষ সময়ে সবাই ঝালিয়ে নিচ্ছেন নিজেদের অবস্থান। বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক- এই চারটি থানা নিয়ে ঢাকা-১৭ আসন।

এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচন করছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ, তরুণ সমাজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।

ভোটারদের উদ্দেশ্যে পার্থ’র বক্তব্য-

আমি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী। আমার মার্কা ধানের শীষ। গত দশ বছরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। দশ বছরে আমি সংসদে, টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জন্য কথা বলেছি। যখনই অন্যায় দেখেছি, দুর্নীতি দেখেছি, অবিচার দেখেছি তখনই চেষ্টা করেছি সোচ্চার ভূমিকা রাখার জন্য।

আপনারা যদি আমার পাশে থাকেন, আগামীতেও আমি জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে, অবিচার নিয়ে কথা বলার একটি সুযোগ পাবো। আমার ঢাকা-১৭ আসনের বৈশিষ্ট্য এখানে সমাজের বিত্তশালী যেমন থাকেন, নিম্ন মধ্যবিত্তরাও তেমন থাকেন। বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক- এই চারটি থানা নিয়ে ঢাকা-১৭ আসন। এই আসনের সবচেয়ে বড় সমস্যা মাদক, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি ও জমি দখল।

আমি আপনাদের আশ্বস্ত করবো, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে এই সমস্যাগুলো সমাধানের সবচেয়ে বেশি চেষ্টা করবো। জোরালো ভূমিকা রাখবো সংসদে। এখানকার সমস্যার কথা জাতির কাছে পৌঁছে দেবো।

বাংলাদেশের ভবিষ্যৎ আপনারাই পরিবর্তন করতে পারেন। তরুণ সমাজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। আমাদের সুযোগ দিতে পারেন আপনাদের জন্য কাজ করার। আমি আপনাদের আবারও অনুরোধ করবো, আপনারা ভোট কেন্দ্রে আসবেন। একটি মূল্যবান ভোট ধানে শীষে দিয়ে আপনাদের পাশে থাকার একটি সুযোগ করে দেবেন। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি।