অজ্ঞাত স্থান থেকে বিএনপির প্রার্থী নীরবের ‘বার্তা’

অজ্ঞাত স্থান থেকে নেতা-কর্মীদেরকে বিশেষ বার্তা দিলেন ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব। অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থীর কর্মী-সমর্থক ও প্রশাসনের বাধার কারণে তিনি প্রচারে নামতে পারছেন না। শুক্রবার অজ্ঞাত স্থান থেকে বার্তা পাঠিয়ে যুবদল নেতা বলেন, ‘হামলা-মামলা- গ্রেপ্তার করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে।’

মগবাজার, তেজগাঁও, মহাখালী, মালিবাগ ও শেরেবাংলানগরের একাংশ নিয়ে গঠিত নির্বাচনী আসনে এখনো বিএনপির পক্ষে কোনো প্রচার নেই। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তার আসনে বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও প্রচারে মন্ত্রীর পাশাপাশি আলোচনায় আছেন বামপন্থী নেতা জোনায়েদ আবদুর রহিম সাকি।

নীরব বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ তোয়াক্কা না করে নেতাকর্মীদের হামলা, মামলা গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি দলের সবকিছু আছে, কিন্তু তাদের মাঠে-ময়দানে কোনো ভোট নেই। এই বাস্তবতাকে বুঝেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই নৈরাজ্যজনক আচরণ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে।’

তার নির্বাচনী এলাকায় পোস্টার লাগানোর সময় মারধর করার অভিযোগও করেন বিএনপির প্রার্থী। বলেন, ফেস্টুন লাগাতে গিয়ে এফডিসি গেট থেকে ছাত্রদল নেতা মিজানকে আটক করা হয়। এছাড়া শিল্পাঞ্চল থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমকে আটক করা হয়েছে।’

সূত্র: ঢাকাটাইমস