নামাজ যেমন ফরজ তেমনই ঐক্যফ্রন্টের প্রার্থীকে ভোট দেয়াও ফরজ’


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে এক পথসভায় মাওলানা হাবিবুল হক খন্দকার নামে এক মাদ্রাসাশিক্ষক বক্তব্য দেন-নামাজ যেমন ফরজ, তেমনি ঐক্যফ্রন্টের প্রার্থীকে ভোট দেয়াও ফরজ।

এমন বক্তব্যে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগে তার ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বিধিমালার ১১ ধারা অনুযায়ী, আচরণবিধি ভঙ্গের কারণে বৃহস্পতিবার দিবাগত রাতে নাগেশ্বরীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

ওই শিক্ষক হাবিবুল হক খন্দকার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি ভিতরবন্দ ফাজিল বিএ মাদ্রাসার ইবতেদায়ি শাখার আরবি শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি ইউনিয়ন বিবাহ রেজিস্টার (কাজী) হিসেবে নিয়োগপ্রাপ্ত।

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে প্রচারের অংশ হিসেবে ভিতরবন্দের একটি পথসভায় ওই শিক্ষক বলেন, খালেদা জিয়া ও সাঈদীকে মুক্ত করতে হলে নামাজ যেমন ফরজ, তেমনি ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোট দেয়া ফরজ কাজ।

এ সময় তিনি বলেন, মাওলানা সাঈদী হজরত নবীজির সঙ্গে ১০ বার স্বপ্নে দেখা করেছেন। তার হাতে প্রায় ১০ হাজার নবমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছে। তার মতো আলেমকে এখন কারাগারে দিন কাটাতে হচ্ছে।খালেদা জিয়া ও সাঈদীকে মুক্ত করতে সারা দেশের ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোট দিতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, নির্বাচনের আচরণ বিধিমালার ১১-ক ধারা লঙ্ঘন করায় তাকে এ সাজা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।