ফোনালাপ ফাঁসের ঘটনায় রনির বিরুদ্ধে মামলা

ফোনালাপ ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে গলাচিপা থানায় এই মামলা করেন।

এ বিষয়ে গলাচিপা থানা পুলিশের ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ছয়জনের নামে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে।’

মামলার অন্য আসামিরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইস) বরাবর চিঠিও দিয়েছেন রনি।

গত সোমবার দুপুরে সেই চিঠি ডাকযোগে প্রেরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেন তিনি।

ওই হামলার পরেই গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানের সঙ্গে ফোনে কথা বলেন গোলাম মওলা রনি। তাদের সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়।

হামলার ঘটনার পর থেকে রনি বাসায় এক রকম অবরুদ্ধ ছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি একা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এরপর দশমিনা উপজেলা বিএনপি অফিসে যান। সেখানে পৌঁছালে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র এবং লাঠি-সোটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়। তখন পুলিশ তাকে রক্ষা করে বাসায় পৌঁছে দেন।