সিইসির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক: যা বললেন আইজি ও ইসি সচিব

একাদশ সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন পুলিশপ্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।তিনি বলেছেন, নির্বাচনে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সমন্বয় ও প্রস্তুতি সর্বকালের মধ্যে সবচেয়ে চমৎকার। পুলিশের বিরুদ্ধে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের একের পর এক অভিযোগের মধ্যে বৃহস্পতিবার সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।এর আগে সিইসির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, এসবির প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

এক ঘণ্টার বেশি বৈঠকের পর আইজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সাক্ষাতে ইসির সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন।বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে ইসি সচিব বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সিইসির সঙ্গে বৈঠক করেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তারা সিইসিকে জানিয়েছেন, পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।বুধবার কয়েকজন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনের সময়ে কোনো কর্মকর্তাকে বদলির এখতিয়ার নির্বাচন কমিশনের। তারা এটা নিয়ে কোনো আলোচনা করেননি।

নির্বাচন নিয়ে পুলিশের আইজি আরও বলেন, নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সে রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ, এ রকম কিছু আমাদের কাছে নেই।পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না বলে ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, এমন অভিযোগ অবাস্তব। শুধু পুলিশ নয়, পুরো প্রশাসনই কমিশনের নিয়ন্ত্রণে।নির্বাচন ভবনে আসার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাহিনীর পরিকল্পনা ও সর্বশেষ পরিস্থিতি নির্বাচন কমিশনকে জানাতে এসেছিলেন তারা।